****বৈদিক সভ্যতার ইতিহাস থেকে বাছাই করা কিছু প্রশ্নোত্তর****
১)আর্য কথার অর্থ কি?
উঃ উচ্চ বংশীয়
২)ম্যাক্সমুলার এর মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ মধ্য এশিয়া।
৩)বাল গঙ্গাধার তিলকের মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ সুমেরু অঞ্চল।
৪)স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যরা কোথা থেকে এসেছিল?
উঃ তিব্বত
৫)কোন শিলালিপি থেকে আর্যদের একটি শান্তি চুক্তির কথা জানা যায়?
উঃ বোগহাজকোই শিলালিপি থেকে।
৬)বোগহাজকোই শিলালিপি কোথায় পাওয়া গেছে?
উঃ তুর্কী।
৭)ঋক বৈদিক যুগের সময়কাল কত?
উঃ ১৫০০-১০০০ খ্রীস্টপূর্বাব্দ।
৮)পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত?
উঃ ১০০০-৬০০ খ্রীস্টপূর্বাব্দ।
৯)আর্যরা কোন নদীকে পবিত্রতম নদী মনে করত?
উঃ সরস্বতী নদীকে।
১০)লোহা কবে আবিষ্কার হয়েছিল?
উঃ পরবর্তী বৈদিক যুগে।
১১)ঋক বৈদিক যুগে কোন কর প্রচলিত ছিল?
উঃ বালি।
১২)বৈদিক যুগের মুদ্রা কি ছিল?
উঃ মনা এবং নিস্কা।
১৩)দশ রাজার যুদ্ধ কোন যুগে সংঘটিত হয়েছিল?
উঃ ঋক বৈদিক যুগে।
১৪)কুরু রাজ্যের বিখ্যাত রাজা কে ছিল?
উঃ পরিক্ষীত।
১৫)জাতিভেদ প্রথার কবে প্রচলন শুরু হয়?
উঃ পরবর্তী বৈদিক যুগে।
১৬)ঋক বৈদিক যুগে সমাজে চার বর্ণ কী কী ছিল?
উঃ ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য এবং শূদ্র।
১৭)ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কারা ছিল?
উঃ ইন্দ্র,অগ্নি,বরুন।
১৮)পরবর্তী বৈদিক যুগে প্রধান দেবতা কারা ছিল?
উঃ ব্রহ্মা,বিষ্ণু ও মহেশ্বর।
১৯)গাছপালার দেবতা কে ছিল?
উঃ সোম।
২০)আলোর দেবতা কে ছিল?
উঃ সাবিত্রী।
২১)গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছিল?
উঃ সাবিত্রী।
২২)বেদ কথার অর্থ কি?
উঃ জ্ঞান।
২৩)ঋক বেদ কয়টি মন্ডলে বিভক্ত?
উঃ ১০ টি।
২৪)ঋক বেদের প্রাচীনতম মন্ডল কোনটি?
উঃ দ্বিতীয় এবং সপ্তম।
২৫)ঋকবেদের নবীনতম মন্ডল কোনটি?
উঃ দশম মন্ডল।
২৬)ঋক বেদের কোন মন্ডলে বর্ণ প্রথার উল্লেখ পাওয়া যায়?
উঃ দশম।
২৭) প্রত্যেকটি বেদ কয় ভাগে বিভক্ত ছিল ও কী কী?
উঃ চার ভাগে-সংহিতা,ব্রাহ্মণ, আরন্যক,উপনিষদ।
২৮)উপনিষদ কথার অর্থ কি?
উঃ কারো পাশে বসা।
২৯)সাম বেদের বিষয়বস্তু কি?
উঃ সংগীত।
৩০)যর্জুঃ বেদের বিষয়বস্তু কি?
উঃ বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠান ইত্যাদী।
৩১)অথর্ব বেদের বিষয়বস্তু কি?
উঃ আয়ুর্বেদ ও চিকিৎসা বিজ্ঞান।
৩২)মোট কতগুলি উপনিষদ রয়েছে?
উঃ ১০৮ টি।
৩৩) উপনিষদের বিষয়বস্তু কি?
উঃ ঈশ্বর,বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রকৃতি,আত্মা ইত্যাদী।
৩৪)আরন্যকের বিষয়বস্তু কি?
উঃ দর্শন ও অতিন্দ্রীয়বাদ।
৩৫)পুরানের সংখ্যা কয়টি?
উঃ ১৮ টি।
৩৬)পুরানের বিষয়বস্তু কি?
উঃ আর্য সভ্যতার ধর্মীয় ইতিহাস।
৩৭)"বৈশাশিখা" কপ রচনা করেছেন?
উঃ কনাদ।
৩৮)"পূর্ব মিমাংসা" কে রচনা করেছেন?
উঃ জামিনি।
৩৯)"উত্তর মিমাংসা" কে রচনা করেছেন?
উঃ ব্যাসদেব।
৪০)চতুরাশ্রম কি কি?
উঃ ব্রহ্মচর্য, গার্হস্থ্য,বানপ্রস্থ ও সন্যাস।
৪১)বৈদিক যুগে গোধূম কথার অর্থ কি ছিল?
উঃ গম
কুল কথার অর্থ-পরিবার
ব্রিহী কথার অর্থ-ধান
সূত্রধর-ছুতোর
পনি-ব্যাবসায়ী
শতানিত্র-১০০ জন দ্বারা পরিচালিত নৌকা
অয়স-তামা
কৃষ্ণ অয়স-লোহা
গোমৎ-ধনী ব্যাক্তি।
৪২)ঋকবেদে "ওম" কথাটি কতবার ব্যাবহার করা হয়েছে?
উঃ ১০২৮ বার।
৪৩) "গঙ্গা"কতবার ব্যাবহার করা হয়েছে?
উঃ ১ বার
"ব্রাহ্মণ" -১৪ বার
"ক্ষত্রিয়" -৯ বার
"বৈশ্য"-১ বার
"শূদ্র"-১ বার
"গো"-১৭৬ বার।
৪৪)বৈদিক যুগে চন্দ্রভাগা নদীর নাম কি ছিল?
উঃ অসকিনী।
৪৫)বৈদিক যুগে ঝিলম নদীর নাম কি ছিল?
উঃ বিতস্তা।
- আরও দেখুন👇
0 Comments