Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATITUDE & LONGITUDE অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ PDF DOWNLOAD BANGLA

 


*****Latitude and Longitude-অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ*****



১)মোট কতগুলি অক্ষরেখা আছে?

উঃ ১৭৯ টি।


২)মোট কতগুলি দ্রাঘিমারেখা আছে?

উঃ ৩৬০ টি।


৩)নিরক্ষরেখার মান কত?

উঃ শূণ্য ডিগ্রি। 


৪)মূলমধ্যরেখার মান কত?

উঃশূণ্য ডিগ্রি।


৫)আন্তর্জাতিক তারিখ রেখার(International date line) মান কত?

উঃ ১৮০ ডিগ্রি। 


৬)নিরক্ষরেখা থেকে মেরুর দূরত্ব কত কিমি?

উঃ ১০,০০০ কিমি।


৭)এক ডিগ্রি অক্ষাংশ সমান কত কিমি?

উঃ ১১১ কিমি।


৮)কর্কটক্রান্তি রেখার (Tropic of cancer) মান কত?

উঃ ২৩.৫ (সাড়ে তেইশ) ডিগ্রি উত্তর। 


৯)মকরক্রান্তি রেখার(Tropic of capricorn) মান কত? 

উঃ ২৩.৫ (সাড়ে তেইশ) ডিগ্রি দক্ষিন।


১০)সুমেরুবৃত্তের মান কত?

উঃ৬৬.৫ (সাড়ে ছেষট্টি) ডিগ্রি উত্তর। 


১১)কুমেরুবৃত্তের মান কত?

উঃ ৬৬.৫ (সাড়ে ছেষট্টি) ডিগ্রি দক্ষিন।


১২)Meridian কথার অর্থ কি?

উঃ মাধ্যাণ্য (দিনের মাঝামাঝি) সময়।


১৩)GMT এর পুরো কথা কি?

উঃ Greenwich Mean Time


১৪)IST এর পুরো কথা কি?

উঃ Indian Standard Time


১৫)ভারতের IST কোন অঅক্ষাংশ কে ধরা হয়েছে?

উঃ ৮২.৫ ডিগ্রি পূর্ব। 


১৬)IST - GMT এর তুলনায় কত সময় এগিয়ে?

উঃ ৫.৫(সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে)।অর্থাৎ লন্ডনে সকাল ১০ টা বাজলে ভারতে বিকেল ৩.৩০ বাজে।


১৭)আন্তর্জাতিক তারিখরেখা (International date line)কোথা দিয়ে গেছে?

উঃ প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। 


১৮)কোন তারিখ মহাবিষুব নামে পরিচিত?

উঃ ২১ মার্চ।


১৯)কোন তারিখ জলবিষুব নামে পরিচিত? 

উঃ ২৩ September। 


২০)Equinox কথার অর্থ কি?

উঃ দিবারাত্রি সমান।


২১)মূলমধ্য রেখা কোন শহরের ওপর দিয়ে গেছে? 

উঃ লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে। 


২২)দুটো দ্রাঘিমারেখার মধ্যে সময় ব্যাবধান কত?

উঃ ৪ মিনিট।


২৩)দুটো অক্ষরেখার মধ্যে সময় ব্যাবধান কত?

উঃ ৪ সেকেন্ড। 


২৪)Antipode কাকে বলে?

উঃ ভৌগোলিক ভাবে একে অপরের  বিপরীতে অবস্থিত কোনো স্থানকে একে অপরের Antipode বলে।


২৫)ভারতের অক্ষাংশ কত?

উঃ ৬ ডিগ্রি ৪৫ মিনিট উত্তর -৩৭ ডিগ্রি ০৬ ডিগ্রি উত্তর পর্যন্ত।


২৬)ভারতের দ্রাঘিমাংশ কত?

উঃ ৬৮ ডিগ্রি ৭ মিনিট পূর্ব -৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব। 


২৭)পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশ কত?

উঃ ৮৫ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব -৮৯ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব। 



২৮)পশ্চিমবঙ্গের অক্ষাংশ কত?

উঃ ২১ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর -২৭ ডিগ্রি ১০ মিনিট উত্তর। 



  1. আরও দেখুন👇
    1. প্রাচীন ভারত

      মধ্যযুগীয় ভারত

      আধুনিক ভারত

      ভারতের ভূগোল

      পশ্চিমবঙ্গের ভূগোল

      জীববিদ্যা

      পদার্থ বিদ্যা

      রসায়ন বিদ্যা

      ভারতীয় রাষ্ট্রনীতি

      ভারতীয় অর্থনীতি

      STATIC GK

      ENGLISH 

      OTHERS/অন্যান্য


Post a Comment

1 Comments